আ.লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন মাসুদ বিন সাঈদী

| আপডেট :  ১৮ নভেম্বর ২০২৪, ১১:৫৫  | প্রকাশিত :  ১৮ নভেম্বর ২০২৪, ১১:৫৫

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সেখানে তাদের দেখতে যান মাসুদ বিন সাঈদী। 

সোমবার (১৮ নভেম্বর) সকালে তিনি আদালতে যান। 

খেলাটা এখন হবে সংবাদিকদের এ প্রশ্নের উত্তরে মাসুদ বিন সাঈদী বলেন, এ কথা বলেছি মূলত ন্যায়বিচার প্রতিষ্ঠা প্রসেঙ্গে। কারণ আওয়ামী লীগ এ  ট্রাইব্যুনাল দিয়ে বাংলাদেশকে বিভাজন করেছে। এ ট্রাইব্যুনালকে ব্যবহার করে দেশের বীর রাজনৈতিক নেতাদের হত্যা করেছে। সে ট্রাইব্যুনাল আবার প্রস্তুত হয়েছে। আমরা বিশ্বাস করি, এ  ট্রাইব্যুনালে এখন ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।  

তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না । আমরা ন্যায়বিচারে বিশ্বাস করি। তারা জুলুম করেছে, জুলুমের বিচার হচ্ছে; এটাই দেখতে এসছি। এ শিক্ষা নিয়ে দেশ গঠনের রাজনীতি করবে এটাই আমাদের প্রত্যাশা। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত