পরীক্ষায় ফেল করে বেপরোয়া কাণ্ড শিক্ষার্থীর, নিহত ৮

| আপডেট :  ১৮ নভেম্বর ২০২৪, ০১:০০  | প্রকাশিত :  ১৮ নভেম্বর ২০২৪, ০১:০০

পরীক্ষায় খারাপ ফলাফল করে অনেকে হয়তো অনেক রকম অস্বাভাবিক আচরণ করেন। অনেকে হয়তো পরীক্ষায় নিজের ফলাফল মেনে নিতে পারেন না। তবে এবার সামনে এসেছে লোমহর্ষক এক ঘটনা। পরীক্ষায় ফেল করে গণহারে ছুরিকাঘাত করেছেন এক শিক্ষার্থী।

শনিবার (১৬ নভেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, পরীক্ষায় ফেল করা এ উন্মাদ ছাত্রের ছুরিকাঘাতে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৭ জন নিহত হয়েছেন। চীনের পূর্বাঞ্চলীয় শহর উক্সিতে এ ঘটনা ঘটেছে। 

লোমহর্ষক এ ঘটনা ঘটানো শিক্ষার্থীর ডাকনাম জু। তিনি পূর্ব জিয়াংসু প্রদেশের উক্সি ভোকেশনাল কলেজ অফ আর্টস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এবং হামলার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

স্থানীয় পুলিশ জানিয়েছে, জু পরীক্ষায় ফেল করেছিলেন। তিনি স্নাতক হতে পারেনি। এ ছাড়া ইন্টার্নশিপে বেতন নিয়েও অসন্তুষ্ট ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি হতাশা থেকে অন্যদের ওপর আক্রমণ করেছিলেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সসহ বিভিন্ন জায়গায় চীনের এমন কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে আহতদের রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। এ সময় অন্যরা তাদের সাহায্যে এগিয়ে এসেছেন। তবে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এ ধরনের কি-ওয়ার্ড অনুসন্ধানে হামলার সম্পর্কিত কোনো ভিডিও বা চিত্র পাওয়া যায়নি।

এর আগে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের একটি আকেটি স্পোর্টস সেন্টারের বাইরে একদল লোককে গাড়িচাপা দেন এক চালক। এতে অন্তত ৩৫ জন নিহত হন। এ সময় আরও অন্তত ৪৩ জন আহত হন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত