কাফনের কাপড় পরে রাস্তায় ভুক্তভোগীরা

| আপডেট :  ১৮ নভেম্বর ২০২৪, ১০:২৯  | প্রকাশিত :  ১৮ নভেম্বর ২০২৪, ১০:২৯

গাজীপুরে অবৈধভাবে জমির নামজারি দেওয়ার প্রতিবাদে টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও কাশিমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ৪৮টি পরিবারের সদস্যরা। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কাফনের কাপড় পরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। 

পরে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ সময় বক্তব্য দেন মঞ্জুরুল হোসেন, ইসমাঈল মিয়া, বানু বেগম, এসহাক মিয়া, ঊর্মি আক্তার প্রমুখ।

ভুক্তভোগীরা জানান, কাশিমপুর এলাকায় গোবিন্দ বাড়ি মৌজায় ৪৮ পরিবারের সদস্য এসএ ও আরএস রেকর্ডিং মালিক ছিলেন এবং বর্তমানেও আছেন। এ ছাড়া জাল-জালিয়াতি করে তৈরি কাগজপত্র দিয়ে বিবাদীপক্ষের দায়েরকৃত দেওয়ানি মোকদ্দমায় ও আদালতের আদেশের মাধ্যমেও ২০১৫ সালে ১৫০ শতাংশ জমির মালিকানা বহাল রেখেছেন। আদালতের আদেশের মাধ্যমে প্রকৃত জমির মালিকানার বিষয়টি মীমাংসিত হওয়ার পরও জোত জমির পরিমাণ না থাকার অজুহাতে দীর্ঘ ৯ বছর ধরে ওই ৪৮ পরিবারের ওয়ারিশ সম্পত্তি নামজারির আবেদন বারবার বাতিল করেছেন কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তারা। অথচ মিস মোকদ্দমা চলমান সত্ত্বেও চলতি বছর বিবাদীপক্ষকে অবৈধভাবে ৩৭ শতাংশ জমির নামজারি প্রদান করা হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কায়সার খসরু জানান, ভুক্তভোগীদের আবেদন পেয়েছি। কাগজপত্র যাচাইবাছাই শেষে ন্যায়বিচারের আশ্বাস দেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত