চট্টগ্রাম টাইগার্সের দুর্দান্ত জয়

| আপডেট :  ১৮ নভেম্বর ২০২৪, ১১:১৪  | প্রকাশিত :  ১৮ নভেম্বর ২০২৪, ১১:১৪

সুরক্ষিত ১০০ বল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ম্যাচে সোমবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম টাইগার্স ৮ উইকেটে কোয়ালিটি স্কুল অফ ক্রিকেটকে পরাজিত করেছে। ম্যাচটি অনুষ্ঠিত হয় লেকপরী স্পোর্টস গ্রাউন্ডে।

কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১০০ বলে তারা ৯ উইকেট হারিয়ে তোলে ১৩৭ রান। দলের পক্ষে উল্লেখযোগ্য রান করেন ইয়াসিনুল হক (২৩ রান, ৯ বল) ও সাদমান বিন খালেদ (১৯ রান, ১৬ বল)। প্রতিপক্ষের বোলারদের মধ্যে সজিদ আব্রার রিয়েল, জেমো এবং তোফাজ্জল হোসেন আন্তর প্রত্যেকেই ২টি করে উইকেট নেন।

চট্টগ্রাম টাইগার্সের ব্যাটিং শুরুতে কিছুটা নড়বড়ে হলেও নুরুজ্জামান এমরান (৬৭ রান, ৪১ বল) এবং সুহাদ এলাহিন (৫৬ রান, ৪২ বল) দারুণ ব্যাটিং করে দলকে জয় এনে দেন। তারা মাত্র ৯৭ বলে ১৪১ রান করে লক্ষ্যে পৌঁছে যায়।

– সেরা ব্যাটসম্যান: নুরুজ্জামান এমরান (৬৭ রান, ৪ ছক্কা, ৫ বাউন্ডারি)।

– সেরা বোলার: জেমো (২০ বল, ১১ রান, ২ উইকেট)।

চট্টগ্রাম টাইগার্সের এই জয় তাদের টুর্নামেন্টে ভালো অবস্থানে নিয়ে গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত