চুরির অপবাদে শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক ১
নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় চুরির অপবাদ দিয়ে বাবু (৫৫) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মিলন মিয়াকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড নলুয়াপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত বাবু ওরফে ছোট বাবু নলুয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি থাইয়ের দোকানে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বাবু ও অভিযুক্ত মিলন তারা দুজনে মাদকসেবী। বুধবার বিকেলে তারা একটি কক্ষে বসে মাদক সেবন করে ও আড্ডা দেয়। পরে ওই কক্ষ থেকে মিলনের সাড়ে চার হাজার টাকা চুরি হওয়ার অভিযোগ তুলে বাবুকে চোর চোর বলে ধাওয়া দেয়।
এ সময় নলুয়াপাড়া মাঠে নিয়ে বাবুকে মারধর করে ও ইট দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ খবর পেয়ে অভিযুক্ত মিলন কৌশলে লাশ ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় ও অভিযুক্ত মিলন মিয়াকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ কালবেলাকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মিলনকে আটক করা হয়েছে। ময়ানতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা সম্ভব হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত