পরিবারের চেয়ে দলের সঙ্গে বেশি সময় কাটাই : তাসকিন
বছরের বেশিরভাগ সময়ই খেলার সঙ্গে থাকতে হয় ক্রিকেটারদের। কখনো দেশে কখনোবা বিদেশে—দ্বিপক্ষীয় সিরিজ কিংবা টুর্নামেন্ট ঘিরেই ব্যস্ততা তাসকিন আহমেদদের। এর মধ্যে পরিবারের সঙ্গে খুব একটা সময় কাটানো হয়ে উঠে না তাদের। বিশেষ করে তিন সংস্করণে খেলেন যারা, তাদের জন্য এটা কষ্টসাধ্য ব্যাপার। তাসকিনও জানিয়েছেন, পরিবারের চেয়ে দলের সঙ্গেই বেশি সময় কাটে তাদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ক্যারিবিয়ান সাগরে ঘুরে বেড়িয়েছেন তারা। এ সময় সামদ্রিক প্রাণী স্টিংরেকে ধরে ছবি তোলেন ক্রিকেটাররা। অভিজ্ঞতা কেমন ছিল তা জানিয়ে তাসকিন বলেন, ‘বন্ধ দিনে একটা দলীয় এক্টিভিটি ছিল, আমরা সবাই নতুন একটা অভিজ্ঞতা করলাম। চারপাশে স্টিংরে ঘুরাঘুরি করতেছিল, ওদের সঙ্গে ছবি তুললাম। এই মহাসাগরের মাঝে সবাই মিলে আসলাম, খুব ভালো লাগল।’
বিসিবির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তাসকিনকে আরও বলতে শোনা যায়, ‘এ রকম দূরে আমরা যখন খেলতে আসি লম্বা সফরে, দেখা গেছে টিমই আমাদের পরিবার। আমরা কিন্ত আমার পরিবারের চেয়ে দলের সদস্যদের সঙ্গে বেশি সময় কাটাই।’
এ ধরনের সফরে নিজেদের মধ্যে এক্টিভিটি গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, ‘লম্বা সফরগুলোতে এটা অনেক গুরুত্বপূর্ণ যে, বন্ধের দিনগুলোতে দলের দলীয় এক্টিভিটিজ করা। আমি নিশ্চিত আমাদের দলের প্রত্যেকেই অনেক উপভোগ করেছে। একটা ভালো দিন কাটল।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত