নতুন নির্বাচন কমিশনকে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা
নতুন নির্বাচন কমিশন গঠিত হওয়ায় স্বস্তি প্রকাশ করে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় যৌথ বিৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এতথ্য জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনাই হবে নতুন নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ।
নেতৃদ্বয় আরও বলেন, নতুন নির্বাচন কমিশন সততা, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে কাজ করবে বলে আমরা আশাবাদী। বিগত ১৬ বছর নির্বাচন কমিশন দলীয় অনুগত কমিশনে পরিণত হয়েছিল। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার পরিবর্তে নির্বাচন নিয়ে তামাশা করেছিল। অতীতের অবস্থা ফিরে আসুক জনগণ তা চায় না। নতুন নির্বাচন কমিশন নিরপেক্ষ, সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আমরা প্রত্যাশা করি।
সঠিকভাবে দায়িত্ব পালন করলে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে বলে জানান তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত