‘ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা’- বিএনপির চার নেতা বহিষ্কার
ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা বিএনপির সভাপতিসহ চারজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বে থাকা শওকত আজম খাজা গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন।
তবে বুধবার (২০ নভেম্বর) রাতেই ওই চার নেতাকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান তিনি।
অব্যাহতি পাওয়া ৪ নেতা হলেন- আকবর শাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, সহসভাপতি রেহান উদ্দিন, উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ এবং আকবর শাহ থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম ও তার নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ ছিল।
নোটিশে আরও উল্লেখ করা হয়, বিএনপি এবং অঙ্গ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত