বিগত সরকার দেশের স্টেডিয়ামগুলোকে চরণভুমিতে পরিণত করেছে: বকুল
বিগত সরকার খুলনাসহ দেশের স্টেডিয়ামগুলোকে চরণভুমিতে পরিণত করেছে। সেগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
শনিবার (২৩ নভেম্বর) খুলনা জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশের তরুণ সমাজের হাতে বল ও ব্যাট না দিয়ে তাদের হাতে মাদক তুলে দিয়েছিল। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও মাদকের অভায়ারণ্যে পরিণত করেছিল। যুব সমাজকে তারা ধব্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে। ১৫ বছরের জঞ্জাল সরিয়ে দিতে হবে। ছাত্র ও যুব সমাজকে খেলাধুলার দিকে ধাবিত করে সুন্দর খেলা উপহার দিয়ে মাদক মুক্ত খুলনা শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বকুল বলেন, টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নিবেন। টুর্নামেন্টের মাধ্যমে যুব সমজ তাদের মেধা ও মননকে কাজে লাগিয়ে ধব্বংস হয়ে যাওয়া ক্রিকেটের মূল স্রোতকে ফিরিয়ে আনবে।
তিনি বলেন, তারেক রহমান খেলাধুলার অগ্রাধিকার দেন। তিনি যুব সমাজকে খেলাধুলার দিকে ধাবিত করার ইঙ্গিত দিয়েছেন। খেলার মাধ্যমে বিভেদ হওয়া জাতিকে এক করা সম্ভব। কোন দেশের কৃষ্টি ও কালচার খেলার মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব হয়। আমরাও আয়োজিত এই ক্রিকেটের মাধ্যমে খুলনার ঐতিহ্য দেশ ও বিদেশের মানুষের কাছে তুলে ধরতে চায়।
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দেশের ১০ টি বিভাগে অনুষ্ঠিত হবে। রোববার (২৪ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে লাল ও সবুজ দলের খেলা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত