ধোবাউড়ায় ছয় নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হবে কাল
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের ছয় নারী ফুটবলারকে আগামীকাল সোমবার সংবর্ধনা প্রদান করা হবে। ছয় নারী ফুটবলার ধোবাউড়া উপজেলার কলসিন্দূর গ্রামের বাসিন্দা।
সংবর্ধনা উপলক্ষে ‘কীর্তিমান কিশোরী সংবর্ধনা আয়োজক কমিটি’ গঠন করা হয়েছে। ধোবাউড়া ও হালুয়াঘাটের রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে গঠিত এ সংবর্ধনা আয়োজক কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ উপলক্ষে রোববার বিকেলে ধোবাউড়ার ডাকবাংলো প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এমরান সালেহ প্রিন্স সংবর্ধনার সার্বিক প্রস্তুতি এবং আয়োজন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। দল-মত নির্বিশেষে এ সংবর্ধনায় যোগ দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন বাংলাদেশের জন্য গর্ব। এ গর্বের সাথে কলসিন্দুরের ছয় নারী ফুটবলার সম্পৃক্ত হয়ে পুরো ধোবাউড়াবাসীকে গর্বিত করেছে।
তিনি হালুয়াঘাট ও ধোবাউড়ার সব শ্রেণি-পেশার মানুষকে এ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানান। আগামীকাল সোমবার দুপুর ২টায় ধোবাউড়া খেলার মাঠে এ সংবর্ধনায় ঢাকা থেকে আসা সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় কনসার্ট ফর কলসিন্দুর অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত