চট্টগ্রামে ইসলামীসহ ৩ ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ

| আপডেট :  ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৪  | প্রকাশিত :  ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৪

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জার টেক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। রোববার (২৪ নভেম্বর) সকালে এ কর্মসূচি পালন করেন তারা।

সকাল ৯টার দিকে শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় অবরোধ শুরু হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সোয়া ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। শিকলবাহা আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর নাবিদ রসুল এসব তথ্য নিশ্চিত করেন।

আবুল বাশার নামে চাকরি হারানো সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা বলেন, ‘গত কয়েক মাসে সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে অন্তত ১ হাজার ২০০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সম্পূর্ণ অন্যায়ভাবে এ চাকরিচ্যুতি করা হয়। আমরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে সড়কে এ অবরোধ কর্মসূচি পালন করছি।’

নজরুল ইসলাম নামে সোশ্যাল ইসলামী ব্যাংকের অপর এক কর্মকর্তা জানান, ‘গত ৩১ অক্টোবর এক নোটিশে ৬৭২ কর্মকর্তাকে ছাঁটাই করা হয়। ওই দিন কর্মকর্তাদের ই-মেইলের মাধ্যমে চাকরিচ্যুতির বিষয়টি জানানো হয়।’

এদিকে, আড়াই ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বন্ধ থাকায় সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগ পোহাতে হয় লোকজনকে।

পার্শ্ববর্তী এক উপজেলার বাসিন্দা কারিম খান বলেন, ‘আমি চট্টগ্রাম শহরে আসার জন্য সকালে বাড়ি থেকে বের হই। মইজ্যারটেক এলাকায় ব্যাংকারদের বিক্ষোভের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় কয়েকশ চাকরিচ্যুত ব্যাংকার এ অবরোধ করেন। সড়কে যানজটের কারণে গাড়ি থেকে নেমে যাই। পরে যানজট এড়িয়ে আরেকটি গাড়িতে করে চট্টগ্রাম শহরে আসি।’

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘বিভিন্ন ব্যাংক থেকে চাকরি হারানো কর্মকর্তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভের পাশাপাশি সড়ক অবরোধ করেন। পরে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে সড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত