‘বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিমা সংস্কৃতি দূর করতে হবে’

| আপডেট :  ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪২  | প্রকাশিত :  ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪২

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে দাওয়াহ সোসাইটি। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইউটি) অধ্যাপক মোখতার আহমাদ বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পশ্চিমা সংস্কৃতি দূর করতে হবে। যে জ্ঞান অর্জন করা ফরজ সেটি আপনারা তুচ্ছতাচ্ছিল্য করবেন না।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যে নীল সংস্কৃতি আছে; এগুলো পরিত্যাগ করুন।মাদবদ্রব্য তো এখন প্রকাশ্যে। এগুলো যারা তৈরি করেছে তাদের প্রত্যাখ্যান করুন।

রোববার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটায় দুইটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে শুরু হওয়া নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি বলেন, আবু সাঈদ যেন ন্যায়বিচার পান। সবাই আবু সাঈদের জন্য দোয়া করবেন।

বাংলাদেশ দাওয়াহ সার্কেলের নির্বাহী পরিচালক হাফেজ মুজাহিদুল ইসলাম বলেন, দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। যদি কেউ পৃথিবীতে সফলতা অর্জন করতে চান তাহলে ফজরের নামাজের পর দুনিয়াতে রিজিকের তালাশ করতে হবে।

দাওয়াহ সোসাইটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বায়েজিদ সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোখতার আহমেদ। এ ছাড়া বাংলাদেশ দাওয়াহ সার্কেলের নির্বাহী পরিচালক হাফেজ মুজাহিদুল ইসলাম, ইন্জিনিয়ারি ইমরুল কায়েস পরাগ, বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব আব্দুর রকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত