রাতে সমন্বয়কদের সঙ্গে বৈঠকে বসছে তিন কলেজ

| আপডেট :  ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫০  | প্রকাশিত :  ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫০

চলমান সহিংসতা সমাধানে তিন কলেজের শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। 

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। তিনি বলেন, আজ রাত ১০টায় রাজধানীর রুপায়ন টাওয়ারে একটি বৈঠকের আহ্বান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সমন্বয়ক তারিকুল ফোন করে বলেছেন এ বৈঠকের মাধ্যমে চলমান সমস্যার সমাধান হবে হয়তো। বৈঠকে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং সম্ভবত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজও থাকবে।

কাকলী মুখোপাধ্যায় আরও বলেন, কলেজের সিনিয়র শিক্ষক আর ছাত্র প্রতিনিধিদের নিয়ে যেতে বলেছে। এছাড়া সমন্বয়করাও থাকবে। 

তবে সমন্বয়ক তারিকুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ সময় কলেজের অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায় বলেন, কলেজের কোনো শিক্ষার্থীর মৃত্যুর খবর আসেনি। অনেক পেজ ও মিডিয়া ভুয়া তথ্য ছড়িয়েছে। অনেক শিক্ষার্থী আহত হয়েছে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের সঠিক সংখ্যার তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত