চলমান পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণার দাবি

| আপডেট :  ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৬  | প্রকাশিত :  ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৬

রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের চলমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (২৫ নভেম্বর) তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

স্ট্যাটাসে মঞ্জু লেখেন, প্লিজ ষড়যন্ত্রের কথা বলে বারবার নিজেদের ত্রুটি ও দুর্বলতা ঢেকে রাখার প্রবণতা পরিহার করুন। প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাতের সময় খুব জোরালোভাবে অনুরোধ করেছিলাম কয়েক মাসের জন্য হলেও দেশে ‘জরুরি অবস্থা’ ঘোষণা দিন। কারণ দীর্ঘ ট্রমা কাটিয়ে ছাত্র-জনতার স্বাভাবিক হতে সময় লাগবে। তাছাড়া লম্বা সময়ের বঞ্চনার পর সবারই প্রত্যাশা ও দাবি-দাওয়া এখন অনেক বেশি। গণঅভ্যুত্থানে যেহেতু সবার ভূমিকা ছিল সেহেতু সবারই এখন রক্ত গরম…!
 
তিনি আরও লেখেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের মুখ থেকে ‘জরুরি অবস্থার’ কথা শুনে উপদেষ্টাদের কেউ কেউ একটু ইঙ্গিতপূর্ণ অবজ্ঞাসূচক মুচকি হাসি হেসেছেন। নিশ্চয়ই সে হাসি এখন তাদের মুখে নেই। আপনাদের অবজ্ঞা অবহেলার দায় কিন্তু দিনের পর দিন কঠিন হয়ে যাচ্ছে মনে রাখবেন। এত ব্যাপক মাত্রায় জনসমর্থন, ক্ষমতা ও কর্তৃত্ব পাওয়ার পরও ড. ইউনূস যদি বাংলাদেশে শান্তি ফেরাতে বা প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে তার নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার বা কেড়ে নেওয়ার দাবি জানাব আমি। প্রয়োজনে এর জন্য একক প্রতিবাদী অনশন কর্মসূচি দেব।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত