যশোরে শ্রমিকদল নেতাকে বেধড়ক পিটুনি

| আপডেট :  ২৬ নভেম্বর ২০২৪, ০১:৫০  | প্রকাশিত :  ২৬ নভেম্বর ২০২৪, ০১:৫০

যশোরের মনিরামপুরে শ্রমিকদলের সভাপতিকে বেধড়ক পিটিয়ে আহত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। 

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের মনিরামপুর পৌর শহরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় দুপাশের প্রায় শতাধিক যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, সোমবার দুপুরে জাতীয়তাবাদী শ্রমিকদল মনিরামপুর উপজেলা শাখার সভাপতি মমিনুর ইসলাম মমিনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে, খবর পেয়ে শ্রমিকদলের জেলা নেতারা মোমিনকে দেখতে সন্ধ্যায় মনিরামপুরে যান।

একপর্যায় সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশরাফুল জামান লাভলুর সভাপতিত্বে ও সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ জাফর আলী, সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হোসেন, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু প্রমুখ।

এসময় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন- হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মনিরামপুর থানার ওসি (তদন্ত) পলাশ কুমার কালবেলাকে বলেন, ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত