নতুনদের জন্য অহনার সিদ্ধান্ত
অভিনেত্রী অহনা রহমানকে একটি সময় নিয়মিত নাটকে দেখা যেত। অভিনয় করেছেন সিনেমায়ও। ছিল বিজ্ঞাপনের ব্যস্ততাও। তবে এখন আর অভিনয়ে নিয়মিত নন তিনি। গল্প ভালো লাগলে কাজ করেন, না হলে ব্যস্ত থাকেন নিজের ব্যবসা নিয়ে। তবে এবার জানালেন অভিনয় থেকে একেবারই দূরে চলে যেতে চান তিনি।
সম্প্রতি অহনা অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ নামে একটি নাটক পাঁচ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। যদিও নাটকটি একবার আপলোড দেওয়ার পর সরিয়ে নিতে হয়, পরবর্তী সময়ে ইউটিউবে আপলোড হওয়ার পর এই ভিউ অতিক্রম করে। এ মাইলফলক উদযাপন করতেই গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই কালবেলার মুখোমুখি হয়ে জানালেন নিজের বেশ কিছু পরিকল্পনার কথা।
শুরুতেই অহনা অভিনয় থেকে নিজের বিদায় নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, অনেক দিন তো অভিনয় করলাম, আর কত। আমার এখন মনে হচ্ছে অন্যদিকে মন দেওয়া উচিত। এ ছাড়া নতুনরা এখন ভালো কাজ করছে, তাদেরও জায়গা করে দেওয়া দরকার। কারণ আমাকে তো অনেক বছর দেখলেন, আর কত? অনেক ভালো অভিনেত্রী-অভিনেতা আসছে, তাদেরও দেখা উচিত। এখন যে ধরনের চরিত্র আমার সঙ্গে যায় না, সে ধরনের চরিত্রে কাজ করতেও চাই না।’
এরপর নাটকের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেন এ অভিনেত্রী। বললেন, ‘বর্তমানে দেশে ভালো কিছু কাজ হচ্ছে। তবে অনেক ভালো হচ্ছে তা বলা যাবে না। কারণ প্রযোজক ও প্রতিষ্ঠানের একটি ডিমান্ড থাকে। তাদের ইচ্ছে অনুযায়ী গল্প তৈরি করতে হয়। সে ক্ষেত্রে ভালো গল্প হলেও অনেক সময় নাটকটি নির্মাণ করা যায় না। কারণ প্রযোজক ও প্রতিষ্ঠানের ডিমান্ড থাকে ভিন্ন। তারা গল্প চায় না, চায় কমেডি। যার জন্য এখন কাজ হচ্ছে, কিন্তু অনেক ভালো কাজ হচ্ছে, তা বলতে পারছি না।’
এ সময় অহনা নাটক ইন্ডাস্ট্রির সিন্ডিকেট নিয়ে আরও বলেন, ‘আমি একটি সিন্ডিকেটমুক্ত স্বচ্ছ ও পরিচ্ছন্ন নাটক ইন্ডাস্ট্রির স্বপ্ন দেখি, যেখানে ভালো কাজের কদর থাকবে। সবাই যোগ্যতার বিচারে কাজ পাবে। চরিত্রের প্রয়োজনে কাউকে অনুরোধ করতে হবে না। ভালো ভালো গল্প নিয়ে গবেষণা হবে, যেটি আগে হতো। তাহলেই আমাদের প্রিয় এ ইন্ডাস্ট্রি আবারও সব ধরনের দর্শকের কাছে সমান গুরুত্ব পাবে।’
অহনাকে ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে প্রবাসী চরিত্রের রুশো শেখের স্ত্রী হিসেবে দেখা যায়। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।
‘প্রবাসীর স্ত্রী’ নাটকে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সেই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে। এতে অহনা ও রুশো শেখ ছাড়াও অভিনয় করেছেন রত্না খান, তানভীর মাসুদ, সৈয়দ শিপুল, সেঁজুতি খন্দকার, মাশফিয়া প্রধান প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত