কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

| আপডেট :  ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৯  | প্রকাশিত :  ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৯

যশোরের মনিরামপুরে কমিউনিটি ক্লিনিকে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

সোমবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের মুজগুন্নি গ্রামের কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ সময় চোর ক্লিনিকের তালা ভেঙে ওষুধসহ মালামাল নিয়ে যায়।

মুজগুন্নি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি লাবনী পারভীন কালবেলাকে বলেন, মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় ক্লিনিকে এসে দেখি দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি আলমারির তালা ভাঙা এবং মেঝেতে টেবিলে ওষুধপত্র সব এলোমেলো অবস্থায় পড়ে আছে। ক্যাশবাক্সে থাকা ৫ হাজার ৩২০ টাকা ছিল, সেটিও নেই। শুধু ওষুধ নয় ক্লিনিকের টিউবওয়েল, টেবিল ফ্যানসহ মূলবান জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি বলেন, আমরা প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। এখানে যথেষ্ঠ নিরাপত্তার ব্যবস্থা থাকে না। ক্লিনিক চলাকালীনও যদি কোনো দুর্বৃত্ত আসে তাহলেও আমাদের কিছু করার থাকবে না। আমরা যারা নারী স্বাস্থ্যকর্মী আছি তারা নিরাপত্তাহীনতায় আছি। আমাদের এসব ক্লিনিক সিসি ক্যামেরার আওতায় আনলে আমরা নিরাপত্তা পাব।

আলমারি ভেঙে এভাবে সব ছড়িয়ে ছিটয়ে রাখে চোর। ছবি : কালবেলা

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠান হয়েছে। সিএইচসিপিকে লিখিতভাবে বিষয়টি জানাতে বলা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত