ঢাকা কলেজে আগুন

| আপডেট :  ২৭ নভেম্বর ২০২৪, ০১:২৪  | প্রকাশিত :  ২৭ নভেম্বর ২০২৪, ০১:২৪

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মূল ক্যাম্পাস থেকে কেন্দ্রীয় মাঠের প্রবেশ মুখে ঝরাপাতা ও ডালপালায় আগুন লাগে। কয়েকমিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হল থেকে দেখি ঢাকা কলেজের অর্থনীতি ডিপার্টমেন্টের পাশে আগুন জ্বলছে। এরপর সবাই হল থেকে বালতি-মগ নিয়ে আগুন নেভাতে যাওয়ার আগেই নিভে যায়।

রাতুল নামে এক শিক্ষার্থী বলেন, আমরা ব্যাডমিন্টন খেলছিলাম। এ সময় কলেজে আগুন লাগার ঘটনা শুনি। এরপর আমরা যাবার আগেই ৫ মিনিট জ্বলে আগুন নিভে গেছে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা কলেজে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের টিম সেখানে যায়। তবে স্থানীয়রা তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত