আইনজীবী হত্যার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ ও মশাল মিছিল
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত চিন্ময় দাসের শাস্তি ও উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাষ্কর্যে এই আয়োজন করে সংগঠনটি।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন স্টুডেন্টস ফর সভারেন্টির নেতারা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহম্মদ রফিকুল ইসলাম, শাকিল মিয়া, জিয়াউল হক, ইয়াকুব মজুমদার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর।
অ্যাডভোকেট শেখ ওমর বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ও বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করতে ভারত বাংলাদেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে মদদ দিয়ে যাচ্ছে। ভারতের প্রকাশ্য সমর্থনে কখনো উগ্র হিন্দুত্ববাদীরা, কখনো পাহাড়ি সন্ত্রাসীরা, কখনো বা ইসকন সমর্থকরা বাংলাদেশে সহিংসতা ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। নিজ দেশের সংখ্যালঘুদেরকে চরম নির্যাতন করা ভারত সরকার যখন বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে কথা বলে, তখন সেটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়।
সমাবেশে বক্তারা বলেন, চিন্ময় দাসের অন্যতম পরামর্শক এবং বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদ এর অন্যতম ব্যবস্থাপক হচ্ছে চবির কথিত শিক্ষক কুশল বরণ চক্রবর্তী। সে এদেশে ভারতের হিন্দু ক্যাডার ছাত্রসংগঠন ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ’ এর অনুকরণে গড়ে তুলেছে ‘সনাতন বিদ্যার্থী সংসদ’ নামক উগ্র হিন্দু ছাত্র সংগঠন। যার নেটওয়ার্ক সে বিগত আওয়ামী সরকারের হিন্দুত্ববাদী প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের সহায়তায় সারাদেশে বিস্তৃত করেছে।
এ ছাড়া তারা বলেন, কুশল বরণের ফেসবুক পেজে তার সারাদেশে সফর করে জেলায় জেলায় বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের প্রশাসন-পুলিশের সহায়তায় হিন্দু তরুণ-যুবকদের নিয়ে ক্যাডার বাহিনী গঠনের বিস্তারিত বিবরণ রয়েছে। অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের অস্থিতিশীলতার পেছনের নাটের গুরু গুলোর তথ্য নিতে হবে।
বক্তারা আরও বলেন, রংপুরে ইসকনের সভায় সম্পূর্ণ ভলান্টারি সাপোর্ট দিয়েছে কুশলের নেতৃত্বাধীন এই ‘সনাতন বিদ্যার্থী সংসদ’ নামক উগ্র হিন্দুত্ববাদী সংগঠনটি। পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তার আঁতাত, বিগত আওয়ামী লীগের এমপিদের সঙ্গে তার দহরম মহরম, আওয়ামী সুবিধাভোগী দেবদাস চক্রবর্তী, বিপ্লব কুমার এদের সঙ্গে তার ঘনিষ্ঠ মেলামেশা রয়েছে। সবকিছু মিলিয়ে তাকে গ্রেপ্তার করাটা জরুরি।
সমাবেশে বক্তারা উগ্রবাদী সংগঠন ‘ইসকন’ ও ‘সনাতন বিদ্যার্থী সংসদ’ নিষিদ্ধসহ হিন্দুত্ববাদী সন্ত্রাসী কর্তৃক চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার দ্রুত বিচার দাবি এবং এই হত্যার সঙ্গে জড়িত ও সমর্থক প্রত্যেকটা উগ্র হিন্দুকে অতি দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আহ্বান জানান।
পাশাপাশি ইসকন ও সনাতন বিদ্যার্থী সংসদকে নিষিদ্ধকরণসহ কুশল বরণ চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবি জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত