সাকিবরা আইপিএলে দল না পাওয়ায় ফাহিমের ‘দুখ’
আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকে গেছেন বাংলাদেশ থেকে নাম লেখানো ক্রিকেটাররা। নিলামের টেবিলে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম ডাকা হলেও আগ্রহ দেখায়নি কোনো দল। অথচ আফগানিস্তান থেকেই নিলামে দল পেয়েছেন ৭ ক্রিকেটার। রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খানরা তো ছিলেনই। বাংলাদেশিদের দল না পাওয়ায় দুঃখ পেয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নাজমুল আবেদীন বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু সোজাসুজিভাবে আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো না। জোর করে কিন্তু…এই দেশে বলি, ওই দেশে বলি, এই ফ্র্যাঞ্চাইজি বলি, ওই ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারবো না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে।’
আইপিএলের আগের আসরগুলোতে নিয়মিত মুখ ছিলেন মুস্তাফিজ। তার আগেও কয়েক আসর খেলেছিলেন সাকিব। দুবার শিরোপাও জেতানো দলে ছিলেন সাকিব। তাসকিন-শরিফুলরা ডাক পেলেও এনওসি না পাওয়াতে তাদের খেলা হয়নি। বিসিবির এই পরিচালক বলেন, ‘আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছর কয়েকজন পেস বোলারের জায়গা হচ্ছিল বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত আন্তর্জাতিক এই সুযোগগুলোকে কাজে লাগানোর।’
আফগানদের উত্থানকে উদাহরণ হিসেবে দেখিয়ে তিনি বলেন, ‘আমাদের জন্য খুব ভালো উদাহরণ হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে এই জায়গায়, আমরা পিছিয়ে পড়েছি। আমাদেরকে এই জায়গাটা কাজে লাগানো উচিত। অদূর ভবিষ্যতে আমরা সেই চেষ্টা করবো।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত