কক্সবাজারে এফবিসিসিআইর দুর্যোগ প্রস্তুতি ও আপদ ব্যবস্থাপনা প্রশিক্ষণ

| আপডেট :  ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪৪  | প্রকাশিত :  ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪৪

দুর্যোগকালীন ব্যবসায়-বাণিজ্য সচল রাখা, প্রাণহানী এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে কক্সবাজারে ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই) সেইফটি সেল এ প্রশিক্ষণ আয়োজন করে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পালস ট্রেইনিং সেন্টার কক্সবাজারে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর।

মো. আলমগীর বলেন, দুর্যোগের সময় ব্যবসায়-বাণিজ্য সচল রাখা এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। দুর্যোগ ব্যবস্থাপনায় শুধু সরকার নয়, বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণও অপরিহার্য। এই প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা যেসব জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন, তা মাঠপর্যায়ে প্রয়োগ করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয় এবং ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা যায়। এ ধরনের উদ্যোগের ফলে কেবল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নয়, পুরো সমাজও উপকৃত হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে ‘বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশিপ’ (বিপিপি) প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। এ প্রশিক্ষণে স্থানীয় ব্যবসায়ী এবং তাদের প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত প্রাইভেট সেক্টর ইমারজেন্সি রেস্পন্স টিমের সদস্যগণ অংশগ্রহণ করেন।

এ সময় এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রোগ্রাম কো-অরডিনেটর মো. মঞ্জুর কাদের খান বিপিপি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি প্রকল্পে আর্থিক সহায়তার জন্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টারকে (এডিপিসি) ধন্যবাদ জানান। এ ছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিবিসিসিআই সেইফটি সেলের আহ্বায়ক আবিদ আহসান সাগর, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম, রাসেল, এফবিসিসিআইর সেইফটি কাউন্সিলের প্রশিক্ষণ ও প্রশাসন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত