৪২ রানে অলআউট শ্রীলঙ্কা
ডারবানে আগুন ঝরানো বোলিং করেছেন মার্কো জানসেন। সেই আগুনে পুড়ে ছারখার হয়েছে শ্রীলঙ্কা। মাত্র ৪২ রানে অলআউট হয়েছে তারা। টেস্টে এটাই লঙ্কার সর্বনিম্ন স্কোর। জানসেন মাত্র ৩৫ বলে শেষ করে দিয়েছেন লঙ্কাকে। ৬.৫ ওভারে ১৩ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছেন তিনি।
ডারবান টেস্টের প্রথম ইনিংসে ৪৯.৪ ওভারে ১৯১ রানে অলআউট হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা ছাড়া কেউ রান করতে পারেননি। আশিথা ফার্নান্দো এবং লাহিরু কুমারা তিনটি করে উইকেট নেন। বিশ্ব ফার্নান্দো এবং প্রবাথ জয়সুরিয়া দুটি করে উইকেট নেন। দক্ষিণ আফ্রিকা অলআউট হওয়ার সময় অবশ্য বোঝা যায়নি কী ভয়ংকর ধস অপেক্ষা করছে লঙ্কার জন্য। মাত্র ৮৩ বলে ৪২ রানে অলআউট হন তারা।
১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দক্ষিণ আফ্রিকায় কোনো এশীয় দলের এটিই সর্বনিম্ন রানের রেকর্ড। মাত্র ৬ রানের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানে অলআউট হওয়া ভারতের সেই লজ্জার নজির থেকে গেল। শ্রীলঙ্কার ইনিংস একাই শেষ করেন মার্কো জানসেন। তিনি ৭ উইকেট নিয়েছেন। দুটি উইকেট নিয়েছেন জেরাল্ড কোয়েতজির। একটি নিয়েছেন কাগিসো রাবাদা। শ্রীলঙ্কার ২ ব্যাটার মাত্র দুই অঙ্কের রান করতে পেরেছেন। কামিন্দু মেডিস ১৩ এবং লাহিরু কুমারা ১০ রান করেন।
দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে প্রথম দিনের শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ১৩২ রান করেছিল। এডেন মার্করাম ৪৭ রান করেন। শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা দুই দলের কাছেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। ফাইনালে উঠতে হলে দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে সব টেস্ট জিততে হবে। প্রথম টেস্ট কার্যত জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত