দেশি-বিদেশি চক্রান্তকারীরা দাঙ্গা লাগাতে চায় : স্বপন

| আপডেট :  ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫১  | প্রকাশিত :  ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫১

দেশি-বিদেশি চক্রান্তকারীরা দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গৌরনদী অডিটরিয়ামে পৌরসভা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাবিহীন বাংলাদেশ শান্তিতে থাকবে সেটি অনেকেরই ভালো লাগে না। এ জন্য পরিকল্পিতভাবে আমাদের দেশে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংকট তৈরি করার নীলনকশা চলছে। তাই দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া ও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন। প্রতিনিধি সভায় নয়টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত