বগুড়ায় আইএফআইসি লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত
রাজশাহী ও রংপুর জোনের সকল শাখা-উপশাখার কর্মীদের নিয়ে ‘আইএফআইসি লারজেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স’ আয়োজন করেছে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।
শুক্রবার (২৯ নভেম্বর) বগুড়া সদরের একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় ব্যাংকটির রাজশাহী ও রংপুর জোনের ২২টি শাখা ও ১৬৬টি উপশাখার কর্মীরা।
দিনব্যাপী অনুষ্ঠিত এ বিজনেস কনফারেন্সে স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা শক্তিশালী ডিপোজিট গ্রোথ ও মানবসম্পদের ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন। তিনি ব্যাংকের ভবিষ্যত কর্মপরিকল্পনা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
পাশাপাশি ব্যাংকিং সেক্টরে বর্তমানে গুড গভর্ন্যান্স নিশ্চিতকরণ ও কর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতে ব্যাংকের গৃহীত বিভিন্ন কার্যক্রম সর্ম্পকে গুরুত্বারোপ করেন। পরবর্তীতে তিনি উপস্থিত কর্মীদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মো. রফিকুল ইসলাম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মন্ডলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে আমানত সংগ্রহ, লোন প্রদান ও রিকভারিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরুপ সংশ্লিষ্ট শাখা-উপশাখার কর্মীদের সম্মাননা প্রদান করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত