চোটে হ্যারি কেইন
বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ড্র করা ম্যাচে পাওয়া চোটে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বায়ার্ন ও ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইন। ম্যাচে জ্যামিই গিটেনসের গোলে লিড নিয়েছিল বুরুশিয়া ডর্টমুন্ড। ৮৫ মিনিটে জামাল মুসিয়ালার গোলে সমতায় আসে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৩৩ মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়ে গেছেন হ্যারি কেন।
মাঠ ছেড়ে যাওয়ার পর শুরুতে বড় চোটের আশঙ্কা উড়িয়ে দিয়েছিলেন হ্যারি কেন। কোচ ভিনসেন্ট কোম্পানিকে আশ্বস্ত করেছিলেন ৩১ বছর বয়সী এ ইংলিশ তারকা। জার্মানির শীর্ষ লিগে চলতি মৌসুমে ১৪ গোল করে সবার ওপরে থাকা এ স্ট্রাইকারকে পরীক্ষার পর জানা গেছে, চোট মোটেও হালকা নয়। হ্যারি কেইন ইস্যুতে বায়ার্ন মিউনিখের এক বিবৃতিতে বলা হয়, ‘কেইনের ডান পায়ের পেছনের দিকে ছোট্ট পেশি ছিঁড়ে গেছে। যার অর্থ হচ্ছে, বায়ার্নকে অনির্দিষ্টকালের জন্য এই স্ট্রাইকারকে ছাড়াই চলতে হবে।’
বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি স্বীকার করেছেন, কেইনের ডিএফবি-পোকালে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে খেলা সম্ভবত কঠিন হবে। ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের পর কোম্পানি বলেন, ‘মঙ্গলবারের ম্যাচে কেইনকে পাওয়া কঠিন হবে।’
জার্মান মিডিয়া জানিয়েছে, ইংল্যান্ড অধিনায়ক অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন। বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখ শনিবার এফসি হেইডেনহেইমের বিপক্ষে খেলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত