নিখোঁজ সেই যুবকের মরদেহ উদ্ধার

| আপডেট :  ০১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩  | প্রকাশিত :  ০১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩

মিরসরাইয়ে নিখোঁজের এক দিন পর বাড়ির পাশের পুকুর থেকে ফরহাদুল ইসলাম মুন্না (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকেলে মিরসরাই ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। 

মুন্না উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেখের তালুক গ্রামের শায়েস্তা খাঁ মিয়া বাড়ির মো. হান্নানের বড় ছেলে।

মুন্নার স্বজন মো. নুরুল করিম জানান, শনিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি মৃগীরোগে ভুগছিলেন। তার পায়ে থাকা স্যান্ডেল সকালে বাড়ির পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসের লোকদের খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বিকাল ৪টায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, ফরহাদুল ইসলাম মুন্না নামের এক যুবক পুকুরে ডুবে গেছে এমন খবরে মিরসরাই ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরী দলের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টায় চালিয়ে পুকুর থেকে মৃত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে মৃগীরোগী ছিলেন মুন্না। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত