চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেপ্তার ৫

| আপডেট :  ২২ অক্টোবর ২০২৪, ০৪:১৪  | প্রকাশিত :  ২২ অক্টোবর ২০২৪, ০৪:১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রেস্টেুরেন্ট দখলকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা হানিফের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রায়হান উদ্দীন খান। 

গ্রেপ্তারকৃতরা হলেন, হাটহাজারী উপজেলার উত্তর ফতেয়াবাদ এলাকার মৃত ইদ্রিছ সওদাগরের ছেলে মো. ইলিয়াছ ওরফে ফারুক (৪০), উপজেলার পশ্চিম দেওয়ান নগর মৌলভিপাড়া এলাকার মহিবুল হকের ছেলে মো. সুমন (২৯), ফতেহপুর ইউপির ইসলামিয়ারহাটের আব্দুল মালেকের ছেলে মো. ইসতিয়াক আহমেদ (২২), ফতেহপুর ইউপির মো. আমির হামজার ছেলে মো. রাশেদ (৩০) ও ফতেহপুর ইউপির পূর্ব ভবানীপুর এলাকার মৃত ছালেহ আহমদের ছেলে মো. আবু তাহের (৫৫)।
 
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার রায়হান উদ্দীন খান বলেন, চবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গতকাল চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশ এলাকায় জেলা পুলিশের অতিরিক্ত অফিসার-ফোর্স মোতায়েন আছে।

হাটহাজারী থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, সোমবার দোকান ভাঙচুরের ঘটনায় ভুক্তভোগী শেখ মাহাদী বাদী হয়ে মামলা করলে দ্রুত বিচার ট্রাইবুনালের আওতার হওয়া মামলায় পাঁচজনকে আটক করা হয়েছে। ইতোমধ্যে তাদের কোর্টে তোলা হয়েছে। ঘটনার মূল হোতা হানিফসহ যারা রয়েছে সবাইকে গ্রেপ্তার করার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত