সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

| আপডেট :  ২২ অক্টোবর ২০২৪, ০৪:৩৬  | প্রকাশিত :  ২২ অক্টোবর ২০২৪, ০৪:৩৬

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। তারা স্থানীয় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে বন্দরখোলায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. তমাল।

নিহতরা হলেন- উপজেলার শিবচরের পাচ্চর ইউনিয়ন গোয়ালকান্দা এলাকার পান্ডব দাশের ছেলে অয়ন দাশ (২০) ও একই উপজেলার ভদ্রাসন এলাকার গোবিন্দ শীলের ছেলে পার্থ শীল (২০)।  আহত শিক্ষার্থীর নাম সীমান্ত (২০)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে কলেজে প্রি টেষ্ট পরীক্ষা দিয়ে একটি মোটরসাইকেলে করে তিনজন বাড়ি ফিরছিলেন। এ সময় তারা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের বন্দরখোলা নামক এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের উপর পরে যায়। এতে ঘটনাস্থলে অয়ন মারা যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় রয়েল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন পার্থ মারা যায়। তবে সিমান্তের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবচর হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. তমাল বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত