উত্তরখানে যৌথ অভিযানে চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর উত্তরখান এলাকায় বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির তরলজাত উপকরণসহ ম্যাক্সওয়েল ইয়ং পিউরিফিকেশন (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উত্তরখানের গাজীপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ১৫০০ মিলি চোলাই মদ ও ৫০ লিটার চোলাই মদ তৈরির তরলজাত উপকরণ উদ্ধার করা হয়। অবৈধ চোলাই মদ রাখার অপরাধে ম্যাক্সওয়েল ইয়ং পিউরিফিকেশন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিএমপির উত্তরখান থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে উত্তরখানের গাজীপাড়া এলাকায় হাফিজ উদ্দিনের পাঁচতলা বিল্ডিংয়ের নিচ তলায় একটি ভাড়া বাসায় অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ বেচাকেনা হতো। পরে ওই স্থানে অভিযানে পরিচালনা করে উত্তরখান থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ম্যাক্সওয়েল ইয়ং পিউরীফিকেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে চোলাই মদ তৈরির উপকরণ সংগ্রহ করতো। পরে সে উপকরণ দিয়ে দেশিয় চোলাইমদ তৈরি করে নিজের কাছে রেখে তা বিক্রি করতো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত