শীতে কাবু চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ৮-এর ঘরে

| আপডেট :  ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩  | প্রকাশিত :  ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩

শীত কাবু দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। কনকনে ঠান্ডা আর হাঁড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন। গত তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়। বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ অঞ্চলে। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ২ ডিগ্রি। পরে সকাল ৯টায় তাপমাত্রার পারদ নামে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ১৫ ডিসেম্বরের পর এ অঞ্চলের তাপমাত্রা একটু বাড়তে পারে। এরপর ২০ ডিসেম্বর থেকে তাপমাত্রা আবার কমতে থাকবে। উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়ে যাবে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এ জেলার শীতার্ত মানুষের জন্য জেলা পরিষদ থেকে ১৫ লাখ টাকার শীতবস্ত্র কেনার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ ছাড়াও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে কথা হয়েছে। সরকারিভাবে শীতবস্ত্র শিগগিরই আসবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত