সব ভেদাভেদ ভুলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে : এসএম শাহাদাত
পরিবর্তিত পরিস্থিতিতে জাতি-ধর্ম-বর্ণ সব ভেদাভেদ ভুলে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত।
শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এর আগে এসএম শাহাদাত ও মহাসচিব সাইফুল আলমের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানায় দলটি।
এস এম শাহাদাত বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। স্বাধীনতার পর যাতে এ দেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা সব রকম প্রচেষ্টা চালায়।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে যারাই প্রাণ বিসর্জন দিয়েছেন, জাতি তাদের যথাযথ সম্মান দিয়ে যাবে শতাব্দীর পর শতাব্দী। আজ আওয়ামী সমর্থিত দল ব্যতিরেকে সকল রাজনৈতিক দল এক হয়েছে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে। জাতি-ধর্ম-বর্ণ সব ভেদাভেদ ভুলে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আমরা আজ দৃঢ়প্রতিজ্ঞ।
শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত