যুক্তরাষ্ট্রে হতে পারে বার্সা-অ্যাথলেটিকোর লা লিগার ম্যাচ

| আপডেট :  ২২ অক্টোবর ২০২৪, ০৭:০৩  | প্রকাশিত :  ২২ অক্টোবর ২০২৪, ০৭:০৩

গত কয়েক মৌসুম ধরে বাড়তি আয়ের জন্য লা লিগার কয়েকটি ম্যাচ স্পেনের বাইরে আয়োজন করতে চাচ্ছিল লা লিগা কর্তৃপক্ষ। এর আগের মৌসুমে সেটি না পারলেও এই মৌসুমে যে করেই হোক তা আয়োজন করতে বদ্ধ পরিকর লা লিগা সভাপতি তেবাস। আর সেটি যেকোনো ম্যাচ নয় তেবাস মায়ামিতে স্পেনের দুই জায়ান্ট বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচ আয়োজন করতে চায়।   

লা লিগার ডিসেম্বরের ফিক্সচার অনুযায়ী বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচটি মায়ামিতে অনুষ্ঠিত হতে পারে। লা লিগা কর্মকর্তারা আশা করছেন, ফিফা এই প্রস্তাব অনুমোদন করবে।

এটি হবে প্রথমবারের মতো কোনো লা লিগার ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলা। ফিফা, বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থা, চূড়ান্তভাবে এই প্রস্তাবের অনুমোদন দেবে কিনা তা এখনও সিদ্ধান্ত নেয়নি।

এই ম্যাচটি ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, লা লিগার শীতকালীন বিরতির আগে। জানুয়ারির শুরুতে বার্সেলোনা ও অ্যাথলেটিকো দু’দলই স্প্যানিশ সুপার কাপে অংশ নেবে, যা সৌদি আরবে অনুষ্ঠিত হবে।

এপ্রিল মাসে, ফিফা যুক্তরাষ্ট্রে লিগ ম্যাচ আয়োজনের জন্য প্রচেষ্টাকারী ম্যাচ প্রোমোটার রিলেভেন্টের বিরুদ্ধে আইনি লড়াই থেকে সরে দাঁড়ায়। এর পরের মাসে, ফিফা একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করে যা বিদেশে প্রতিযোগিতামূলক ঘরোয়া ম্যাচ আয়োজনের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করবে।

এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে বার্সেলোনা গিরোনার বিপক্ষে একটি ম্যাচ মায়ামিতে আয়োজনের পরিকল্পনা করেছিল, কিন্তু স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন ও খেলোয়াড়দের ইউনিয়নের বিরোধিতার মুখে সেই পরিকল্পনা বাতিল হয়।

লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস অন্যান্য দেশে লা লিগার ম্যাচ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছেন। লিগ সূত্র জানিয়েছে, এখনও এই প্রস্তাব বাস্তবায়নের জন্য কিছু কাজ বাকি রয়েছে, তবে তারা অনুমোদনের ব্যাপারে আশাবাদী।

অন্যদিকে, লা লিগা এই পথে হাটলেও ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিদেশে কোনো ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত