বিজয় দিবস জয়ে রাঙাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

| আপডেট :  ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৩  | প্রকাশিত :  ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৩

বিজয় দিবসে দেশের পুরুষ দলের পর এবার জয়ের আনন্দ উপহার দিল নারী অনূর্ধ্ব-১৯ দলও। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে সুমাইয়া ফারজানাদের দল। 

বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে দুই ইনিংসই নেমে আসে ১৭ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে ১২২ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কার মেয়েরা ব্যাট হাতে লড়াই করার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আটকে যায় ৮ উইকেটে ৯৪ রানে। 

যদিও ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শূন্য রানে প্রথম উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দল। তবে সাদিয়া আক্তারের ২৫ বলে ৩১ রানের ইনিংস দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। এছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪ এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।   

১২৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে শ্রীলঙ্কার ব্যাটাররা শুরু থেকেই বিপাকে পড়েন। অধিনায়ক সুমাইয়া ফারজানা বল হাতে দারুণ পারফরম্যান্স করেন, মাত্র ১২ রানে ৩টি উইকেট নেন তিনি। ফারজানা এবং নিশিতা আক্তার ২টি করে উইকেট তুলে নেন। শ্রীলঙ্কার ওপেনার সানজানা কাভিন্দি ১৩ বলে সর্বোচ্চ ২১ রান করেন। 

শ্রীলঙ্কার ইনিংসের মাঝেই স্পষ্ট হয়ে যায়, বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তারা বড় চ্যালেঞ্জ নিতে পারবে না।   

‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে। এদিকে ‘এ’ গ্রুপে শক্তিশালী দল হিসেবে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। 

প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলার সুযোগ পাবে। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সব ম্যাচই কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে অনুষ্ঠিত হবে। 

বিজয় দিবসে টাইগারদের জয়কে অনুসরণ করে নারীদের এই জয় দেশের ক্রিকেটের জন্য আনন্দের নতুন বার্তা নিয়ে এসেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত