বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে প্রক্টরসহ আহত ৫

| আপডেট :  ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৪  | প্রকাশিত :  ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংবলিত ব্যানার নিয়ে শহীদ বেদিতে ফুল দিতে গেলে শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে প্রক্টরসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিক দলের ৪ নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পিরোজপুর শহরের নিরব হোটেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ৪ জন পিরোজপুর জেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিলেও এখনো পর্যবেক্ষণে রয়েছেন আহত প্রক্টর ড. মো. মুসা খান। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়সহ হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে পিরোজপুর শহরের বলেশ্বর নদীর পাড়ে শহীদে বেদিতে ব্যানার সহকারে ফুল দিতে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় তাদের বিশ্ববিদ্যালয়ের নামের ব্যানারটি সরিয়ে ফেলতে বলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যানারটি সরিয়ে ফেলে। 

এরপর ফুল দেওয়া শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুসা খানসহ শিক্ষার্থীরা শহরের নিরব হোটেলে নাশতা করার সময় শ্রমিক দলের ১৫-২০ জন তাদের ওপর হামলা করে। এ সময় হাতাহাতিতে প্রক্টরসহ উভয়পক্ষের ৫ জন আহত হন। 

ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় তারা থানায় মামলা করবেন। 

এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্লোগান দিয়ে শিক্ষার্থীরা শহীদ বেদিতে প্রবেশ করছিল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত