একইদিন হার্ট অ্যাটাক : বোনের পর মারা গেলেন ডেনমার্ক প্রবাসী এমদাদ

| আপডেট :  ২১ ডিসেম্বর ২০২৪, ১২:২৯  | প্রকাশিত :  ২১ ডিসেম্বর ২০২৪, ১২:২৯

ডেনমার্কে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির প্রিয় মুখ ও সমাজসেবক এমদাদ আহমেদ (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

এমদাদ পেশায় একজন ট্যাক্সিচালক ছিলেন। তার দেশের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। এর আগে ভাইয়ের হার্ট অ্যাটাকের সংবাদ পেয়ে গত ৯ ডিসেম্বর তার একমাত্র বোনও মৃত্যুবরণ করেন। 

হাসপাতাল থেকে মো. জিয়াউল হক জানান, গত ৯ ডিসেম্বর সোমবার বেলা ১১টার দিকে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন বিমানবন্দর এলাকায় যাত্রীসহ ট্যাক্সি চালানো অবস্থায় এমদাদ হার্ট অ্যাটাক করেন। এ সময় পেছনে বসে থাকা যাত্রী নিজেই ট্যাক্সি চালিয়ে তাকে ডেনমার্কের রিচ হাসপাতালে ভর্তি করান। সেদিন থেকেই এমদাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার অবস্থার কোনো উন্নতি না হলে শুক্রবার পরিবারের সম্মতিতে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এমদাদের স্ত্রী ও ১২ বছর বয়সের এক ছেলে সন্তান রয়েছে। ব্যক্তি জীবনে এমদাদ খুবই সহজ-সরল ছিলেন এবং সবার কাছে খুব পরিচিত মুখ ছিলেন। 

জানা গেছে, পারিবারিক সম্মতিতে ডেনমার্কের ব্রনবীতে অবস্থিত মুসলিম কবরস্থানে মরহুমের জানাজা ও দাফন করা হবে। তারিখ ও সময় পরে জানানো হবে। 

এদিকে যেদিন এমদাদ হার্ট অ্যাটাক করেন ঠিক একই দিন ভাইয়ের দুর্ঘটনার সংবাদ পেয়ে তার একমাত্র বোন ফেনীর ফুলগাজীর নিজ বাড়িতে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। তার দুই সপ্তাহ পর আজ ভাই এমদাদ মারা গেলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত