ডিসি কর্তৃক সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণে সাতক্ষীরা প্রেস ক্লাবের প্রতিবাদ
সাতক্ষীরার জেলা প্রশাসক কর্তৃক সাংবাদিক উজ্জ্বলের সঙ্গে অশোভন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা প্রেস ক্লাব।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
ভুক্তভোগী সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি। এছাড়া তিনি সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক।
বিবৃতিতে সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর একজন জেলা প্রশাসক এ ধরনের আচরণ করতে পারে এটা অকল্পনীয় ব্যাপার। যদি পূর্বের ফ্যাসিস্ট সরকারের প্রশাসনিক কর্মকর্তাদের মতো বর্তমানে জেলার একজন শীর্ষ কর্মকর্তা কর্তৃক সাংবাদিক বা যে কোনো মানুষের সঙ্গে এ ধরনের অশোভন আচরণ জুলাই-আগস্ট বিপ্লবের চেতনার পরিপন্থি। ফ্যাসিবাদের মতো যদি জেলা প্রশাসক একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে অফিস কক্ষে ডেকে এ ধরনের জঘন্য আচরণ করেন- তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে তা সহজে অনুমেয়।
সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সঙ্গে জেলা প্রশাসকের এমন অশোভন আচরণে সাতক্ষীরা প্রেস ক্লাব নেতারা গভীর উদ্বেগ প্রকাশ ও ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। ভবিষ্যতে কোনো সাংবাদিক তথা সাধারণ মানুষের সঙ্গে প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা-কর্মচারী কর্তৃক অশোভন আচরণ বরদাস্ত করা হবে না।
এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কর্তৃক অফিসে ডেকে নিয়ে বলেন, ‘ডিসি মোস্তাক আহমেদকে চেনেন? হু আর ইউ, ইবলিস কোথাকার।’ নিজ অফিসে ডেকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালাগাল করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এতেও ক্ষ্যান্ত হননি, তুইতোকারি করে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলকে প্রায় মারতে উদ্যত হন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত