এটিএম বুথে ঢুকে নারীর ভয়াবহ কাণ্ড
একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন প্লাটফর্মে। যেখানে দেখা যায়—সারা শরীর জ্যাকেটে মোড়ানো এক নারী এটিএম বুথে হাতে থাকা দেশলাই জ্বালাচ্ছেন। তার বাঁ হাতের কনিষ্ঠা আঙুলে ঝুলছে একটি লাল রঙা ব্যাগ। একই হাতে থাকা ফোনে ভিডিও করছেন তিনি। একটা পর্যায়ে সামনে থাকা এটিএম মেশিনের দিকে এগিয়ে যান ওই নারী। এরপর দেশলাইয়ের জ্বলন্ত কাঠি ছুড়ে দেন এটিএম মেশিনের ওপর। মুহূর্তেই গোটা রুমে দেখা যায় আগুনের ঝলকানি।
দুবাইভিত্তিক ভিডিও সরবরাহকারী প্ল্যাটফর্ম ভায়োরি জানিয়েছে, স্থানীয় সময় গেল শনিবার (২১ ডিসেম্বর) রাশিয়ার সেন্ট পিটার্সবাগ শহরে এসবার ব্যাংকের একটি শাখায় ঘটে এমন ঘটনা।
ভায়োরি জানিয়েছে, এই ঘটনায় ৬৮ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসায় ওই নারী জানিয়েছেন, অজ্ঞাত কতিপয় ব্যক্তি তাকে এ কাজ করতে বাধ্য করেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কারা লুকিয়ে আছেন, তা খুঁজতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে তারা।
তথ্য বলছে, সম্প্রতি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রায়ই চোরাগোপ্তা হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গেল তিন দিনে রাশিয়ায় এ ধরনের অন্তত ২০টি ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর পেছনে ইউক্রেনীয় অ্যাজেন্টদের হাত থাকার অভিযোগ করে আসছে মস্কো। যদিও ইউক্রেন বিষয়টি স্বীকার করেনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত