রংপুরে তথ্যমেলার লিফলেটে শেখ হাসিনার বাণী প্রচার

| আপডেট :  ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯  | প্রকাশিত :  ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯

রংপুরে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজিত তথ্যমেলায় গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে শুরু হওয়া এ মেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও জেলা মৎস্য অফিসের বিতরণ করা লিফলেটে সরকার শেখ হাসিনার বাণী দেখা গেছে। পরে বিষয়টি টের পেয়ে লিফলেটগুলো লুকিয়ে রাখে কর্তৃপক্ষ। এ ছাড়া জেলা পরিবার পরিকল্পনা ও সঞ্চয় ব্যুরোর স্টলেও এমন লিফলেট পাওয়া গেছে।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের বিতরণ করা লিফলেটে দেখা যায়, বঙ্গবন্ধুর অভিবাসন দর্শন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে রূপান্তরে অবিশ্বাসনের ভূমিকা’ শীর্ষক একটি লেখা, যাতে সাবেক শেখ হাসিনার আমলের নানা কর্মকাণ্ডের বিবরণ। এ ছাড়া লিফলেটের শেষে শেখ হাসিনার একটি বাণী। 

এ ছাড়া সঞ্চয় ব্যুরোর স্টল থেকে পাওয়া লিফলেটে শেখ হাসিনার সময়ের সঞ্চয় স্কিম ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বর্ণনা দেওয়া ছিল।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরান বলেন, স্টলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুপুরের খাবার খেতে বাইরে গেলে অফিস সহকারী ভুলবশত লিফলেটগুলো রাখেন। 

জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. সালাউদ্দিন কবির বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। সব লিফলেট একসঙ্গে ছিল। ভুলবশত তা স্টলে চলে এসেছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালিয়ে গেল রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে তার লোকজন থেকে গেছে। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য এখনো বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, এ ঘটনা জানার পর মৎস্য, জনশক্তি ও কর্মসংস্থান অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা ভুল স্বীকার করেছেন। আমরা আগেই ফ্যাসিস্ট সরকারের আমলের সব লিফলেট-হ্যান্ডবিল বিনষ্ট করা নির্দেশনা দিয়েছিলাম। তারপরেও লিখিতভাবে তাদের কাছে জবাব চাওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত