‘কমরেড মণি সিংহ সৎ ও আদর্শ রাজনীতির প্রতীক’

| আপডেট :  ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:০৭  | প্রকাশিত :  ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:০৭

কমরেড মণি সিংহ সৎ ও আদর্শ রাজনীতির প্রতীক বলেছেন অর্থনীতিবিদ এম এম আকাশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, ব্রিটিশবিরোধী সংগ্রামী, টঙ্ক, তেভাগা- কৃষক আন্দোলনের অন্যতম মহানায়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ৩৪তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।কমরেড মণি সিংহ ট্রাস্টের আয়োজনে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-র সহযোগিতায় এর আয়োজন করা হয়।

অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, শোষণমুক্তি ও সংগ্রাম, আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা, সাহস, আত্মত্যাগ, গরিব শোষিত- নির্যাতিত মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং গভীর দেশপ্রেমের মূর্ত প্রতীক।

কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মুক্তিযুদ্ধের চার মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বাস্তবায়িত হয়নি। ধনী গরিবের বৈষম্য প্রকট। সামাজিক অবক্ষয় তলায় নেমেছে, নীতিহীন নৈতিকতাহীন রাজনীতি চর্চা চলছে। এর থেকে পরিত্রাণ পেতে কমরেড মণি সিংহের আদর্শের পথে এগোতে হবে।

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল বলেন, উপমহাদেশের কিংবদন্তি বিপ্লবী নেতা কমরেড মণি সিংহকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ সমাপ্ত করতে পেরেছি। আশা করি তার জীবন থেকে নতুন প্রজন্ম শিক্ষা নিবে, তাকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে ঐতিহাসিক টঙ্ক আন্দোলন, ব্রিটিশবিরোধী সংগ্রাম, জেল-জুলুম হুলিয়া নির্যাতনের চিত্র, মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা ফুটে উঠেছে। মহান এ নেতার প্রামাণ্যচিত্র নির্মাণ করতে পেরে আমি গর্ব অনুভব করছি।

শাহ আলম বলেন, কমরেড মণি সিংহ বৈষম্যহীন সমাজের যে স্বপ্ন দেখেছেন তার বাস্তবায়ন করা আজ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। লুটেরা, ঋণ-খেলাপি, টাকা পাচারকারীদের বিরুদ্ধে দেশ প্রেমিক জনতাকে গণতন্ত্র ও বৈষম্য মুক্ত সমাজ গড়ে।

স্মরণ সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম, কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার, ড. এ এস এম গোলাম মরতুজা, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, আসলাম খান, লুনা নূরসহ প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে কমরেড মণি সিংহের প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনসমূহ পুষ্পমাল্য অর্পণ করে এবং কমরেড মণি সিংহ ও তার সহযোদ্ধা শ্রী দুর্গাপ্রসাদ তেওয়ারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘কমরেড মণি সিংহ : সোমেশ্বরী পারের কিংবদন্তি বিপ্লবী’ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত