মধ্যরাতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকা কলেজ ছাত্রদলের

| আপডেট :  ০১ জানুয়ারি ২০২৫, ০১:৪৯  | প্রকাশিত :  ০১ জানুয়ারি ২০২৫, ০১:৪৯

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের পদবঞ্চিত অর্ধশতাধিক নেতাকর্মী।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১২ টা ১ মিনিটে ঢাকা কলেজের মূল ফটকের সামনে কেক কেটে এ কর্মসূচি পালন করেন তারা। 

ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও সাবেক সহসভাপতি তাজবিউল হাসান বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)’র নিজ হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজ ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এশিয়ার বৃহত্তম এ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, সাম্য, মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাবে ছাত্রদল।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত