ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফলে ১১ উপ-কমিটি

| আপডেট :  ২২ অক্টোবর ২০২৪, ১০:৩২  | প্রকাশিত :  ২২ অক্টোবর ২০২৪, ১০:৩২

কৃষকদের সংগঠিত করতে দেশব্যাপী আগামী ১০ নভেম্বর থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ করবে জাতীয়তাবাদী কৃষক দল। এসব সমাবেশ সফল করার লক্ষ্যে ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে। কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকদের সমন্বয়ে গঠিত প্রতিটি কমিটিই দুই সদস্যবিশিষ্ট।

কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এসব কমিটি অনুমোদন করেছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপ-কমিটিসমূহ হলো :

কেন্দ্রীয় মনিটরিং উপ-কমিটি : আহ্বায়ক- অ্যাড. নাসির হায়দার, সহসভাপতি, কৃষক দল। সদস্য সচিব- শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক, কৃষক দল।

ঢাকা বিভাগীয় উপ-কমিটি : আহ্বায়ক- আ ন ম খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম), সহসভাপতি, কৃষক দল। সদস্য সচিব- মো. দীপু হায়দার খান, সাংগঠনিক সম্পাদক, কৃষক দল।

চট্টগ্রাম বিভাগীয় উপ-কমিটি : আহ্বায়ক- খন্দকার নাসিরুল ইসলাম, সহসভাপতি, কৃষক দল। সদস্য সচিব- অ্যাড. রবিউল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক, কৃষক দল।

রাজশাহী বিভাগীয় উপ-কমিটি : আহ্বায়ক- মামুনুর রশীদ খান, সহ-সভাপতি, কৃষক দল। সদস্য সচিব- শফিউল আলম শফি, সাংগঠনিক সম্পাদক, কৃষক দল।

সিলেট বিভাগীয় উপ-কমিটি : আহ্বায়ক- অ্যাড. মো. আসলাম মিয়া, সহসভাপতি, কৃষক দল। সদস্য সচিব- মো. আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক, কৃষক দল।

রংপুর বিভাগীয় উপ-কমিটি : আহ্বায়ক- অ্যাড. আবুল বাশার আকন্দ, সহসভাপতি, কৃষক দল। সদস্য সচিব- মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক, কৃষক দল।

খুলনা বিভাগীয় উপ-কমিটি : আহ্বায়ক- প্রকৌশলী টি এস আইয়ুব, সিনিয়র যুগ্ম সম্পাদক, কৃষক দল।  সদস্য সচিব- মো. ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক, কৃষক দল।

বরিশাল বিভাগীয় উপ-কমিটি : আহ্বায়ক- জামাল উদ্দিন খান মিলন, সহসভাপতি, কৃষক দল। সদস্য সচিব- মো. রফিকুল ইসলাম (জনতার রফিক), সাংগঠনিক সম্পাদক, কৃষক দল।

ফরিদপুর বিভাগীয় উপ-কমিটি : আহ্বায়ক কর্নেল (অব.) এস এম ফয়সাল, সহসভাপতি, কৃষক দল। সদস্য সচিব- অ্যাড. মনিরুজ্জামান দিপু, সাংগঠনিক সম্পাদক, কৃষক দল।

ময়মনসিংহ বিভাগীয় উপ-কমিটি : আহ্বায়ক- ইঞ্জিনিয়ার মো. দৌলতুজ্জামান আনছারী, সহসভাপতি, কৃষক দল। সদস্য সচিব- সালাউদ্দিন খান মিলকী, সাংগঠনিক সম্পাদক, কৃষক দল।

কুমিল্লা বিভাগীয় উপ-কমিটি : আহ্বায়ক- সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী, সহসভাপতি, কৃষক দল। সদস্য সচিব- এনায়েত উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক, কৃষক দল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত