বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে তুলকালাম
দুই দিন না যেতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর টিকিট বিতরণে আবারও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলো। মিরপুরে টিকিট প্রত্যাশী দর্শকদের তাণ্ডবের ঘটনা আবারও ঘটেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে মিরপুরের সুইমিং কমপ্লেক্স এলাকায় টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো অপ্রীতিকর ঘটনা ঘটে।
জানা গেছে, দিনের খেলা শুরুর আগে সকাল থেকেই বিপুল সংখ্যক দর্শক মিরপুরের সুইমিং কমপ্লেক্সে টিকিট সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেখানে টিকিট বিতরণের ব্যবস্থা করেছিল। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা।
প্রথমে সাড়ে এগারোটা নাগাদ দর্শকরা বাঁশের বেড়ায় ধাক্কা দিতে শুরু করেন। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে তারা গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং টিকিট বুথে ভাঙচুর চালান।
টিকিট না পাওয়ার হতাশা ও ক্ষোভ থেকে এক পর্যায়ে দর্শকরা কাউন্টারে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিসংযোগের পর পরিস্থিতি আরও অবনিয়ন্ত্রিত হয়ে ওঠার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা পরিস্থিতি শান্ত করার জন্য স্থানটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পরও টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়েন দর্শকরা। অনেকে অভিযোগ করেন যে, টিকিট সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়নি, যা এ বিশৃঙ্খলার মূল কারণ।
বিসিবি কর্তৃপক্ষ এই ঘটনা নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে এমন পরিস্থিতি এড়াতে ভবিষ্যতে টিকিট বিতরণ ব্যবস্থাপনায় পরিবর্তন আনার বিষয়ে তারা পদক্ষেপ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সাধারণ দর্শক ও খেলার আয়োজকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিপিএলের বাকি ম্যাচগুলোতে যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত