বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায় তারবিয়া একাডেমির স্টুডিও থেকে মূল্যবান যন্ত্রপাতি চুরির ঘটনায় চোর চক্রের তিন সদস্যকে রাজধানী বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো. নোমান (২০), মোবারক আলী (২৪), রাজ সোহেল (৩৭)।
প্রাথমিক তদন্তে জানা যায়, গত ১২ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ৬টা থেকে ৬:৫০ এর মধ্যে, ঢাকার মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায় অবস্থিত তারবিয়া একাডেমির প্রধান নির্বাহী সৈয়দ জিহাদুল ইসলামের অফিস স্টুডিও থেকে একটি সনির ভিডিও ক্যামেরা Sony FS5ii (PXWFS5M2), একটি Canon 24/105mm জুম লেন্স এবং একটি Wacom One গ্রাফিক্স ট্যাবলেটসহ প্রায় ৫,৮৭,০০০ টাকার মালামাল চুরি হয়।
পরবর্তীতে এ বিষয়ে তারবিয়া একাডেডির প্রধান নির্বাহী সৈয়দ নুরুল ইসলাম মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেন, যার প্রেক্ষিতে মামলা দায় করা হয়। পরে পুলিশের একটি টিম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। চোর চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত