চট্টগ্রামে উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধা, পরিবেশকর্মীকে মারধর
চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় স্থানীয়দের বাধার মুখে পড়েছেন ম্যাজিস্ট্রেট। এ সময় ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হন এবং শফিকুল ইসলাম নামে এক পরিবেশকর্মীকে মারধর করেন তারা।
বুধবার (২৩ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে আকবর শাহ থানার লেক সিটি এলাকার কালিরছড়া খাল উদ্ধারে অভিযানের সময় এ ঘটনা ঘটে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী।
জানা গেছে, গত ১৭ অক্টোবর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৯তম সভায় লেক সিটি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল থেকে লেক সিটি এলাকায় কালিরছড়া খাল দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ শুরু হয়।
অন্তত ১০ থেকে ১২টি স্থাপনা উচ্ছেদের পর দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন দল বেঁধে এসে ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীকে ঘিরে ধরেন। তারা উচ্ছেদের প্রতিবাদ জানাতে থাকেন। একপর্যায়ে তার সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। এ সময় স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মী শফিকুল ইসলামকে মারধর করেন তারা।
সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন বলেন, উচ্ছেদ অভিযানে স্থানীয় লোকজন বাধা দিয়েছেন। তবে এর আগে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত