বিপিএলে ঢাকায় সাব্বির ও বরিশালে এবাদত
চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন একাদশ আসরের প্লেয়ার ড্রাফট। প্রথম দুই সেট থেকে সাতটি ফ্র্যাঞ্চাইজিই প্রায় তাদের দল গুছিয়ে নিয়ে এসেছে। দেশি ক্রিকেটারদের দুটি এবং বিদেশি ক্রিকেটারদের একটি রাউন্ড সম্পন্ন হওয়ার পরও প্রতিবেদন লেখা পর্যন্ত দলহীন বাঁ-হাতি ব্যাটসম্যান মুমিনুল হক ও লেগ স্পিনার রিশাদ হোসেন।
পাঁচ নম্বর রাউন্ডে বিরতির পর ড্রাফট পুনরায় শুরু হয়। প্রথমে ডাকার সুযোগ পেয়ে সাব্বির রহমানকে দলে ভেড়ায় নবাগত ঢাকা ক্যাপিটালস। এছাড়া, এই রাউন্ডে দল পেয়েছেন আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন এবং ইনজুরি কাটিয়ে ফেরা এবাদত হোসেন। এবাদতকে দলে ভিড়িয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
তৃতীয় সেটের প্রথম রাউন্ডের খেলোয়াড় তালিকা:
সাব্বির রহমান – ঢাকা ক্যাপিটালস
রুহেল মিয়া – সিলেট স্ট্রাইকার্স
আবু হায়দার রনি – খুলনা টাইগার্স
মোহাম্মদ মিঠুন – চিটাগাং কিংস
রেজাউর রহমান রাজা – রংপুর রাইডার্স
ইবাদত হোসেন – ফরচুন বরিশাল
সানজামুল ইসলাম – দুর্বার রাজশাহী
দ্বিতীয় রাউন্ডেও বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় দল পেয়েছেন। মেহরাব হোসেনকে নিয়েছে দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল দলে নিয়েছে নাইম হাসানকে। অন্যদিকে, ইরফান শুক্কুর যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে এবং জিয়াউর রহমান খুলনা টাইগার্সে।
তৃতীয় সেটের দ্বিতীয় রাউন্ডের খেলোয়াড় তালিকা:
মেহরাব হোসেন – দুর্বার রাজশাহী
নাইম হাসান – ফরচুন বরিশাল
ইরফান শুক্কুর – রংপুর রাইডার্স
নাইম ইসলাম – চিটাগাং কিংস
জিয়াউর রহমান – খুলনা টাইগার্স
আরিফুল হক – সিলেট স্ট্রাইকার্স
মুনিম শাহরিয়ার – ঢাকা ক্যাপিটালস
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত