কোরআনের বাণী ও শিক্ষা
আল্লাহতায়ালা বলেন, ‘যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্যদিনে গণনা পূর্ণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না, যাতে তোমরা গণনা পূর্ণ করো এবং তোমাদের হেদায়াত দান করার দরুন আল্লাহতায়ালার মহত্ত্ব বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো।’ (সুরা বাকারা: আয়াত ১৮৫)
শিক্ষা
১. রমজান মাসে যদি কেউ সফরে থাকে বা অসুস্থ থাকে তবে ওইদিনগুলোর রোজা পরে আদায় করতে পারবে।
২. অসুস্থ বা মুসাফির ব্যক্তি সামান্য কষ্ট সহ্য করে হলেও রোজা রাখতে পারলে রাখাটাই উত্তম।
৩. আল্লাহর বিধান সহজ, কঠিন নয়; আল্লাহ বান্দার জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না।
৪. তাই কৃতজ্ঞতাস্বরূপ আল্লাহর বিধানাবলি স্বাচ্ছন্দ্যে পালন করা উচিত।
৫. যেহেতু আল্লাহ সহজ করেছেন এবং কঠিন করেননি; তাই আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা স্বীকার করা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত