সৌদি আরবে গিয়ে ২ দিনের মাথায় লাশ হলেন কবির
বেকারত্ব দূর ও পরিবারের সচ্ছলতা আনতে সৌদি আরবে গিয়ে দুদিনের মাথায় অসুস্থতাজনিত কারণে মো. কবির (২৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকালে সৌদি আরবের আল ফাহাদ নামে একটি প্রতিষ্ঠানের কাজ করতে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কবিরের চাচা মো. রুবেল আহমেদ। বর্তমানে তার লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা আছে।
নিহত কবির জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার সৌদি প্রবাসী শওকত আলীর ছেলে।
রুবেল আহমেদ জানান, বেকারত্ব দূর ও পরিবারের সচ্ছলতা আনতে সোমবার বাংলাদেশ থেকে সৌদি আরবে যান কবির। বুধবার সকালে প্রথম দিনের মতো কাজে যাওয়ার পথে হঠাৎ বুকে ব্যথা উঠলে সহকর্মীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় একটি কলেজ থেকে ইন্টার পাস করে বাড়িতেই ছিলেন কবির।
জোড়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজা মিয়া কালবেলাকে বলেন, কবির ইন্টার পাস করে কাজ না থাকায় বাড়িতেই ছিল। বেকারত্ব দূর করতে ও পরিবারের সচ্ছলতা আনতে দুই দিন আগে সৌদি আরবে গিয়েছে। কবিরের বাবাও সৌদি আরবে থাকেন। কবিরের মরদেহ দেশে আনতে যদি আমাদের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে করা হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাতের ব্যবহৃত সরকারি ফোন নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত