অভিভাবক ফোরামের ভোটে সেরা ২০ ইংরেজি মাধ্যম স্কুল নির্বাচন
বাংলাদেশ ইংরেজি মাধ্যম অভিভাবক ফোরাম আয়োজিত সেরা ইংরেজি মাধ্যম স্কুল ঢাকা- ২০২৪ শীর্ষক অনলাইন নির্বাচনে অভিভাবকদের ভোটে ঢাকার সেরা ২০টি ইংরেজি মাধ্যম স্কুল নির্বাচিত হয়েছে। এতে সর্বোচ্চ ২২৮ ভোট পেয়ে প্রথম হয়েছে সানিডেইল স্কুল, ১৪২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে সানবিমস স্কুল, ৮৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছে স্যার জন উইলসন স্কুল, ৮৩ ভোট পেয়ে চতুর্থ হয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, ৮২ ভোট পেয়ে পঞ্চম হয়েছে স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুল।
এ ছাড়া ৭১ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছে স্কলাস্টিকা স্কুল, ৬৭ ভোট পেয়ে ৭ম হয়েছে আগা খান একাডেমি, ৬৪ ভোট পেয়ে ৮ম হয়েছে মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল, ৬৩ ভোট পেয়ে ৯ম হয়েছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ এবং ৬১ ভোট পেয়ে দশম হয়েছে লাইট হাউস ইন্টারন্যাশনাল স্কুল।
অনলাইনে ফেসবুকভিত্তিক নির্বাচনে ইংরেজি মাধ্যম স্কুলের অভিভাবকরা অংশগ্রহণ করে। এতে মোট ১ হাজার ৭৬০ জন ভোট দেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত