জাতির পক্ষে বলার জন্য গোড়া থেকে মিডিয়ার সংস্কার প্রয়োজন
মিডিয়া আইনের পাশাপাশি, যেসব প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে মিডিয়ার মালিকানা ও পরিচালনা করা হয়, তার কিছু মৌলিক সংস্কার প্রয়োজন বলে মত দিয়েছেন খাত-সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ এবং সিনিয়র সম্প্রচার ব্যক্তিত্বরা।
শনিবার (১২ অক্টোবর) রাজধানীতে ‘মানুষের পক্ষে ব্রডকাস্ট মিডিয়া’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এই আলোচনা করেন।
সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট এবং ইনোভেশন সেন্টার ফর রিসোর্স ডাইভার্সিটি (আইসিআরডি)-এর সমন্বয়ে আয়োজিত উক্ত গোলটেবিল বৈঠকের সঞ্চালন করেন আই সি আর ডির প্রতিষ্ঠাতা এবং তথ্য প্রযুক্তি উদ্যোক্তা জীশান কিংশুক হক।
বৈঠকে টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ওটিটি এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মসহ বাংলাদেশের সম্প্রচার ও ভিজ্যুয়াল মিডিয়া সেক্টরে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার উপর দৃষ্টি আরোপ করেন একাডেমিক বিশেষজ্ঞ, এক্টিভিস্ট, মিডিয়া সাংবাদিক এবং প্রযোজক, বিজ্ঞাপনদাতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
তারা রাজনৈতিক হস্তক্ষেপ, সেন্সরশিপ এবং আর্থিক সমস্যাসহ মিডিয়া যেসব চ্যালেঞ্জগুলি প্রত্যক্ষ করে সেগুলো নিয়ে আলোচনা করা হয়।
উদ্বোধনী বক্তৃতায় ড. শহীদুল আলম, ব্যবস্থাপনা পরিচালক, পাঠশালা, বলেন, ‘মিডিয়ার বিশ্বাসযোগ্যতার ঘাটতি আগেও ছিল এখনো আছে। এই অবস্থার পরিবর্তন না হলে আমরা তাকে ‘গণমাধ্যম’ বলতে পারবো না।
সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার বলেন, সরকারের তুলনায় বিজ্ঞাপন সংস্থা গণমাধ্যম বেশি নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে সংস্থাগুলো রেভিনিউ নিয়ন্ত্রণ করার মাধ্যমে চ্যানেলগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। গণমাধ্যম ও বিজ্ঞাপনী সংস্থায় এই মাফিয়াতন্ত্রের অবসান করতে হবে।
দেশে পে-চ্যানেলের নীতি বাস্তবায়নের প্রস্তাব রেখে চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক তালাত মামুন বলেন, আমাদের গণমাধ্যমের নিজস্ব আয়ের জায়গা নেই। আমরা সাবস্ক্রিপশন ভিত্তিক বিজনেস মডেলে না গেলে চ্যানেলগুলো স্বাবলম্বী কখনই হবে না।
মিডিয়া-কর্মী আব্দুন নূর তুষার বলেন, চ্যানেলের প্রাপ্য আয় মধ্যস্বত্বভোগীদের কাছে চলে যাচ্ছে। এক্ষেত্রে একটা অবকাঠামো তৈরি প্রয়োজন। বহু প্রভাবশালী টেলিভিশনের মালিকেরা পে-চ্যানেলের নিয়মে যেতে চায় না।
গোল টেবিল আলোচনায় বিজ্ঞাপন এজেন্সি ও সাংবাদিকদের দুর্নীতির বিষয়টাও উঠে আসে। আশরাফ কায়সার, সিনিয়র জার্নালিস্ট, বলেন, এমনও আছে, সাংবাদিকরা নিজেরা ডিজিএফআই-এর কাছে গিয়ে উপস্থিতি দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, মিডিয়া কার কাছে জবাবদিহি করবে সেটাও ভাবতে হবে। মালিকপক্ষের নীতিগত বিষয়ের ক্ষেত্রে প্রশিক্ষিত করবে কে, সেই প্রশ্নও তুলতে হবে। শ্রমিক পক্ষ, কর্মী ও মালিকপক্ষের মধ্যে ব্যবধান থাকলে আইন যতই করা হোক না কেন সেটা কাজে আসবে না।
এ প্রসঙ্গে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিও ও মালিক মোহাম্মদ সাঈদ বলেন, এজেন্সি ও টেলিভিশন সংস্থা কাজ করছে কোটা নির্ভর হয়ে। আমরা এখনো আন্দাজ নির্ভরভাবে বিজ্ঞাপন দিচ্ছি। এখানে কোনো ধরণের ভিজিবিলিটি নেই। বক্তারা তখন বলেন, একাধিক টিআরপি সোর্স তৈরি করতে হবে। ভ্যাট ও ট্যাক্স গোপন করার একটা বিষয়ও এখানে থাকে।
ড. সামিনা লুতফা মিডিয়ার ‘ভ্যালু সিস্টেমের’ উপর গবেষণার মাধ্যমে স্বচ্ছতা আনার প্রস্তাব করেন। দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান বলেন, সম্পাদকের মেরুদণ্ড শক্ত হতে হবে। গণমাধ্যমে জবাবদিহির সংস্কৃতি তৈরি করতে হবে। মিডিয়ার একটা বড় বিনিয়োগ করতে হবে মার্কেট ডেভেলপমেন্টে। বাংলাদেশ নেক্সট থেকে মুনাফ মজিব চৌধুরী এবং প্রথম আলো ডিজিটাল হেড জাবেদ পিয়াস মিডিয়ার মালিকদের প্রযুক্তি-নির্ভর ব্যবসায়িক মডেলে বিনিয়োগের কথা বলেন।
তবে, মিডিয়ার জন্য যে তাঁদের কনটেন্ট সবচেয়ে শক্তিশালী, এইটা ছিল একটি মুখ্য আলোচনা। জীশান এ প্রসঙ্গে বলেন, বর্তমান চ্যানেলগুলোতে আসলে বর্তমান প্রজন্ম নেই… তারা এইটা দেখে না, মিডিয়া তাঁদের বোঝে না। বিজ্ঞাপনের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। প্রেস কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধি ও তথ্য অধিকার আইনে তথ্য পাওয়ার বিষয়টি সহজ করতে হবে বলে জানান বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফাহিম মাশরুর, কনভেনর, ভয়েস ফর রিফর্মস, আব্দুন নূর তূষার, ডিরেক্টর, গতি মিডিয়া লিমিটেড, এ বি এম জাবেদ সুলতান, চীফ ডিজিটাল বিজনেস অফিসার, প্রথম আলো, মোহাম্মদ আলী হায়দার, হেড অব কন্টেন্ট, বঙ্গ বিডি, খ ম হারুন, প্রিন্সিপাল, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট, শুভাশীষ ভৌমিক, কান্ট্রি ডিরেক্টর, এটেক অস্ট্রেলিয়া, সৈয়দা সাদিয়া মেহজাবিন, উপদেষ্টা, ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব, এন রাশেদ চৌধুরী, সহকারী অধ্যাপক, পাঠপালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট, শাহরিয়ার নাসির খান, ডিরেক্টর, রিসার্চ অ্যান্ড ক্লায়েন্ট সার্ভিসেস, সোমরা-এম বি এল লিমিটেড, মুনাফ মজিব চৌধুরী, ফাউন্ডার, একসঙ্গে ফাউন্ডেশন, সাকিব আর খান, কান্ট্রি ডিরেক্টর, হইচই বাংলাদেশ, বৃতি সাবরিন, কো-ফাউণ্ডার, মার্ভেল বি ইউ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত