ইসরায়েলে ফের রকেট ছুড়ল প্রতিরোধ যোদ্ধারা

| আপডেট :  ২৪ অক্টোবর ২০২৪, ০৯:০৬  | প্রকাশিত :  ২৪ অক্টোবর ২০২৪, ০৯:০৬

কয়েক বছর ধরেই থেমে থেমে সংঘাতে জড়াচ্ছে লেবানন ও ইসরায়েল। তবে সাম্প্রতিক সপ্তাহে বড় সংঘাতে জড়িয়ে পড়েছে দেশ দুটি। হামলা-পাল্টা হামলার মধ্যে আবারও ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বুধবার (২৩ অক্টোবর) সকালে তেলআবিব লক্ষ্য করে দুটি দূরপাল্লার রকেট ছোড়ে প্রতিরোধ যোদ্ধারা। তবে এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ বলছে, তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দুটি রকেট প্রতিহত করেছে।

এরপরও সতর্কতা হিসেবে তেল আবিব, হাইফা ও উত্তরে নাজারেথ এলাকায় সাইরেন বাজানো হয়েছে। এ ছাড়া মেটুলা, মিসগাভ আম এবং কেফার গিলাদিসহ উত্তর ইসরায়েলের গ্যালিলি এলাকার বেশ কয়েকটি শহরে সাইরেনের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নিরিট এলাকায় হামলার পর হিজবুল্লাহ জানিয়েছিল, তারা তেলআবিবের শহরতলির সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর গ্লিলট ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর আগে গত শনিবার লেবানন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। তবে এ সময় নেতানিয়াহু, তার স্ত্রী এবং পরিবার ওই বাসভবনে ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত